ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

সহজ জয়ে ফাইনালে ইন্ডিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুবাইয়ে টস জিতে ব্যাটিং এ যান অস্ট্রেলিয়া । অজি ওপেনার ট্রাভিস হেড নিজের মতো করে শুরু করলেও খুব বেশি লম্বা করতে পারেনি ইনিংস ৩৩ বলে ৩৯ রানে ফেরেন তিনি।

তিনে নামা স্টিভ স্মিথ ও চারে নামা মার্নাস লাবুশানে নতুন করে জুটি গড়েন। ওই জুটি ভাঙে ১১০ রানে। ৩৬ বলে ২৯  রান করে ফেরেন লাবুশানে। পরেই আউট হন জস ইংলিশ। তবে স্মিথ ও কেরি ৫৪ রান যোগ করে দলের রান ঠিক রাখেন। দলের দরকার মিটিয়ে ব্যাট করা স্মিথ ৯৬ বলে ৭৩ রান করে আউট হন। তিনি রানের গতি বাড়াতে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মোহাম্মদ শামির ফুলটসে বোল্ট। পুরো ইনিংসে ১৫৩ বল ডট খেলা অজি ব্যাটারা খুব একটা বড়ো টার্গেট দিতে পারেনি ২৬৪ রানে থামেন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সামি তিনটি,  বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা দুটি করে এবং হার্দিক ও আকসার নেন একটি করে উইকেট।ইন্ডিয়া ২৬৫ রানের লক্ষে খেলতে নেমে শুরুতে পঞ্চম ওভারের শেষ বলে উইকেট হারান সুভমন এরপর ঝড়ো ব্যাটিং করেন রোর্হিত শর্মা ২৯ বলে ২৮ রান করে ফেরেন তিনিও।
৪৩ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ইনফর্ম আইয়ার ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬২ বলে করেছেন ৪৫ রান। এরপর অক্ষর প্যাটেল-হার্দিক পান্ডিয়ারাও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল ছিলেন কোহলি। এই অভিজ্ঞ ব্যাটার জয়ের ভিত গড়ে দিয়েছেন। তবে ফিরেছেন ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। ৯৮ বলে করেছেন ৮৪ রান।

শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। তার ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই জয় নিশ্চিত করে ভারত।

এআরই/এমএইচ/বাংলাধারা

আরও পড়ুন