ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

সাংবাদিকসহ শতাধিক চবি শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

চবি প্রতিনিধি »

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মরত সাংবাদিকসহ শতাধিক সাধারণ শিক্ষার্থীর হাতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে চবি উপাচার্য দপ্তরের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কর্মরত সাংবাদিকসহ শতাধিক সাধারণ শিক্ষার্থীর হাতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নব নিযুক্ত চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, জেলা নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি, কাতার-এর সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।

অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি, বরেণ্য ইতিহাসবেত্তা প্রফেসর ড. মুনতাসীর মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’এ যোগদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন