বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নানের পিতা হাজী মো. আবদুল ছালাম সওদাগর (৭৯) ইন্তেকাল করেছেন।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার পূর্ব ধোরলা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদে যোহর কালাইয়ার হাট আল-ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, উপজেলা বিএনপির সভাপতি মো. ইসহাক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল, বোয়ালখালী প্রেস ক্লাব, আঞ্জুমানে আজিজিয়া মাবুবিয়া সুন্নিয়া বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত আমুচিয়া ইউনিয়ন শাখা, কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতি, পটিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।