ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সাংবাদিক গোলাম মাওলা মুরাদের পিতা নিখোঁজ

বাংলাধারা প্রতিবেদন »

সাংবাদিক গোলাম মাওলা মুরাদের পিতা হাবিবুর রহমান আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম মেয়র গলি এয়াকুব মসজিদের পাশ থেকে হারিয়ে গেছে।৷

গোলাম মাওলা মুরাদ জানান, এ ব্যাপারে পাচলাইশ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। তিনবার স্ট্রোক করার কারনে উনি ভালোভাবে কথা বলতে পারেন না। তার পরনে ঘিয়ে রঙের হাফ শার্ট এবং লুঙ্গি ছিল। চুল, দাঁড়ি সাদা। বয়স আনুমানিক ৮৫ বছর।৷

কেউ সন্ধান পেলে দয়া করে ০১৯১২১৩৪৯৬৩ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন