ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সাকিবময় জয়ে সেমি-ফাইনাল দৌড়ে বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক »

ধারাবাহিকতার অনন্য নজির বজায় রেখে ব্যাট হাতে করেছেন হাফসেঞ্চুরি। এরপর বোলিংয়ে এসে গড়লেন নতুন রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ।

সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ৪৭ ওভারে আফগানিস্তান অলআউট হয়েছে ২০০ রানে। ১০ ওভারের কোটা পূরণ করে ম্যাচজয়ী পারফরম্যান্সে ২৯ রানে ৫ উইকেট পান সাকিব। এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এদিন আফগানদের শুরুটা হয় দারুণ। প্রথম দশ ওভার প্রায় নির্বিঘ্নেই পার করে দিয়ে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে তারা। দুই ওপেনার গুলবাদিন নাইব ও রহমত শাহের বিপরীতে খুব একটা সুবিধা আদায় করতে পারছিলেন না বাংলাদেশের তিন পেসার মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তখন টাইগাররাই কিছুটা চাপে পড়ে গিয়েছিল।

তবে মুহূর্তের মধ্যে মোড় ঘুরে যায় সাকিবের নৈপুণ্যে। ইনিংসের ১১তম ওভারে বল হাতে আক্রমণে এসে পঞ্চম বলে ফেরান রহমতকে। তামিম ইকবালের হাতে মিড অনে ধরা পড়ার আগে ৩৫ বলে ২৪ রান করেন রহমত।

উদ্বোধনী জুটি ভাঙার পর আফগানদের রানের চাকা শ্লথ হয়ে যায়। সাকিবের পর মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ মিলে নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরেন প্রতিপক্ষকে।

নাইবকে সঙ্গ দিতে নামা হাশমতউল্লাহ শহিদিকে রানআউট করার সুবর্ণ সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ২১তম ওভারের দ্বিতীয় বলে।  তবে এই আক্ষেপে পুড়তে হয়নি বেশিক্ষণ। দুই বল পরই চাপ আলগা করতে গিয়ে ক্রিজ ছেড়ে মোসাদ্দেককে উড়িয়ে মারতে চেয়েছিলেন হাশমতউল্লাহ। কিন্তু ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় মুশফিকুর রহিমের স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। ৩১ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে।

দ্বিতীয় স্পেলে ফিরে আরও রুদ্রমূর্তি ধারণ করেন সাকিব। ২৯তম ওভারে জোড়া শিকার করে আফগানদের জোর ধাক্কা দেন এই বাঁহাতি। এক প্রান্ত আগলে থাকা অধিনায়ক নাইব আউট হন ৭৫ বলে ৪৭ রান করে। মোহাম্মদ নবি ২ বল খেলে করেন শূন্য। এরপর আসগর আফগানকেও সাকিব ফিরিয়ে দিলে ২ উইকেটে ১০৪ রান থেকে ৫ উইকেটে ১১৭ রানের দলে পরিণত হয় আফগানিস্তান। আফগান ৩৮ বলে করেন ২০ রান।

কিছু পরেই দুর্দান্ত থ্রোতে ইকরাম আলি খিলকে রানআউট করেন লিটন দাস। ১৩২ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। ইকরাম করেন ১২ বলে ১১ রান। বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা তৈরি হয়।

এরপরই ইনিংসের সেরা জুটিটি পায় আফগানরা। সামিউল্লাহ শেনওয়ারি ও নাজিবউল্লাহ জাদরান মিলে দ্রুতগতিতে রান তুলতে থাকেন। তাতে হালকা চাপও অনুভব করতে থাকে বাংলাদেশ। এই অস্বস্তি থেকে উদ্ধার করতে ফের ত্রাতার ভূমিকায় সাকিব। মুশফিকের সঙ্গে বোঝাপড়ায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন জাদরানকে। পেয়ে যান কাঙ্ক্ষিত পঞ্চম শিকার। ভাঙে আফগানদের ৪৫ বলে ৫৬ রানের সপ্তম উইকেট জুটি। জাদরান করেন ২৩ বলে ২৩ রান।

১৮৮ রানে জাদরানের বিদায়ের পর আফগানরা স্কোরবোর্ডে আর মাত্র ১২ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারায়। এক প্রান্তে শেনওয়ারি ৫১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তের রশিদ খান (৩ বলে ২ রান) ও দৌলত খানকে (৮ বলে ০ রান) ফেরান মোস্তাফিজ। মুজিব উর রহমানকে (৪ বলে ০ রান) বোল্ড করে আফগানদের গুটিয়ে দেন সাইফউদ্দিন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন