ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সাগরে নিখোঁজের একদিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

IMG

বন্ধুদের সাথে বেলাভূমিতে ফুটবল খেলে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢেউয়ের স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হবার পর  শনিবার (১৭ আগস্ট) সকালে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ আতহার নূর কায়েফ (১৮) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বাসিন্দা বশির উদ্দিনের ছেলে ও কক্সবাজার ডিসি কলেজ হতে এবারের এইচএসসি পরীক্ষার্থী। আগামী ১২ সেপ্টেম্বর তার রসায়ন বিজ্ঞান পরিক্ষা।

মৃতের বাবা বশির উদ্দিন ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে কায়েফ বন্ধুদের সাথে ফুটবল খেলতে সাগর পাড়ে যায়। খেলা শেষে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সারাদিন সৈকতের বিভিন্ন স্থানে খোঁজাখুজির তার কোন সন্ধান মিলেনি। শনিবার সকালে কলাতলী পয়েন্ট সৈকত হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৈকতে দায়িত্ব পালন করা লাইফগার্ডের সিনিয়র কর্মকর্তা আব্দু শুক্কুর বলেন, ছেলেটি নিখোঁজের সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে আমরা অনেক চেষ্টা করেও শুক্রবার তার সন্ধান পায় নি। শনিবার কলাতলী পয়েন্টে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে লাইফগার্ড কর্মীরা কায়েফের মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, মরদেহ উদ্ধারের পর কায়েফের প্রথম জানাজা কক্সবাজার হাশেমিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর জোহরের নামাজের পর উখিয়ার ভালুকিয়া নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ