কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে যাওয়ার ১২ঘন্টা পর এক জেলের মরদেহ পাওয়া গেছে। বুধবার (৫ জুন) দিনগত রাত ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে খোরের মুখে জাল পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলপ জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
মরদেহ পাওয়া জেলে আবুল কালাম (৫০) টেকনাফ সাবরাং ২নম্বর ওয়ার্ড কুয়ানছরি পাড়ার মার্কিন মিয়ার ছেলে ।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বেলা ১২টার দিকে সাগরের টেকনাফ সাবরাং কোয়াং ছড়ি পাড়ার খোরের মুখ অংশে কয়েকজন জেলেসহ আবুল কালাম মাছ ধরতে যায়। অন্য জেলেরা সবাই সন্ধ্যায় ফিরে এলেও আবুল কালাম ফেরত আসেনি। পরে তাকে খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে মেরিন ড্রাইভ খোরের মুখনামক স্থানে হাতে জাল পেচানো মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।