ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ২৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি »

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহকে প্রধান অভিযুক্ত করে করে রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুসনে মুবারক বাদি হয়ে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর ১৩।

প্রধান আসামী ছাড়া ওই মামলায় আর যাদেরকে আটক দেখানো হয়েছে তারা হলেন, উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ ও মো. শরীফ, মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪) ও কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০), টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া মধ্যে ৬ জনকে আটক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আটকরা প্রাথমিকভাবে মানবপাচারের সাথে জড়িত বলে স্বীকার দিয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশু ও তিনজন রোহিঙ্গা কিশোরী মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় দালালসহ ৪৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়াদের তথ্যমতে, ওই ট্রলারে ৭০ জনের মত লোক ছিল বলে জানায়। সে হিসাবে এখনো ২৪ জন লোক নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ