বাংলাধারা স্পোর্টস »
দলীয় ২৩ রানের মাথায় অভিজ্ঞ ওপনার তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। ইনিংসের শুরুতেই কিছুটা ধাক্কা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। শুরুর সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই ব্যাট করছিলেন দুই তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্তর রানআউটে মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে সফরকারী দল।
এরপর অধিনায়ক মুমিনুল হককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকট জুটিতে ভালোই ব্যাট করছিলেন সাদমান। কিন্তু ১১৯ রানের মাথায় ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। সাদমান ৫৪ ও মুশফিক ০ রানে ব্যাট করছেন।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাদমান ক্যারিবীয় বোলারদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাট করছেন। অভিজ্ঞ ওপেনার তামিম খেলছিলেন সতর্কতার সঙ্গে। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। রোচের বলে সরাসরি বোল্ড হন তিনি। তার আগে করেন ১৫ বল খেলে ৯ রান। আর দলীয় ৬৬ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত ২৫ রান করে রানআউট হন।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচটি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের প্রথম টেস্ট। গত বছরের শুরুর দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে অংশ নেয় টাইগাররা।
টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ওয়ানডে সিরিজে ১০ জন নতুন ক্রিকেটারের অভিষেক হলেও টেস্টে তুলনামূলক অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ক্যারিবিয়রা।
বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোজলি, এনক্রুমা বোনার, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান।
বাংলাধারা/এফএস/এআর