৮ জুলাই ২০২৫

সাদিয়া আফরিন’র দু’টি কবিতা

মিথ্যে বলা শিখছিলে যেদিন

আজ তোমার মিথ্যে বলার দিন
তাই জানতে চাইবো না
ফিরে আসতে চেয়েও
না ফেরার কোন কারণ
কেন সাজাতে পারলে না!

আজ তোমার মিথ্যে বলার দিন
তাই জানতে চাই না
কাকে ভুলতে গিয়ে সিগারেট খাওয়া বাড়িয়েছো দিন দিন।

আজ তোমার মিথ্যে বলার দিন
তাই চাইবো না জানতে
এখনো আঁধারে তুমি কাকে হাতড়ে বেড়াও।
কোন তারা টা নিরবে তোমায় পোড়ায়!

আজ তোমার মিথ্যে বলার দিন
তাই চাইছি না জানতে
তোমার দুচোখ খুব নিশীথে কার ছবি আঁকে!
কার কারণে কবিতারা আজ ছন্দ হারায়!

আজ তোমার মিথ্যে বলার দিন
তাই চাইবো না জানতে
কার জন্য আজো অপেক্ষার প্রহর সাজাও!
দীর্ঘশ্বাস চেপে বুকে, দুচোখে অশ্রু লুকাও!

জানি আজ তোমার মিথ্যে বলার দিন
তাই চাইছি না জানতে
মিথ্যে বলা শিখেছো কবে?

আমি জানি, মিথ্যে বলা শিখেছিলে সেদিন…
যেদিন জেনেছিলে সত্য কষ্ট দিবে!

মনের সাতকাহন

যখন তুমি থাকো না,
তখনো তুমি থেকে যাও
সবটুকু না থাকাজুড়ে।
যখন তোমায় দেখি না,
তখনো তুমি থাকো
অদেখা স্বপ্ন প্রহরে।

যখন তোমায় স্পর্শ করিনা
তখনো তুমি মিশে থাকো
অনুভবের অনুরননে।
যখন তোমায় কাছে পাই না
তখনো আছো জেনো
নিবিড় কোন আলিঙ্গনে।

আবার,
যখন তুমি থাকো, খুব কাছে আমার
আরো কাছে পেতে চায় মন
যখন তোমায় দেখে দুচোখ,
মেটে না সাধ, ভরে না নয়ন
আরো, আরো বেশি করে চায় মন

যখন তোমায় স্পর্শ করে এ হাত
আরো বেশি ছুঁতে চায় মন
যখন কাছে আসো তুমি আমার
খুব, খুব কাছে…
তোমার মাঝেই, শুধু তোমার মাঝেই
হারাতে চায় এ মন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ