বাংলাধারা ডেস্ক »
‘সকালের চট্টগ্রাম’ এর সম্পাদক সাবিনা কাদেরের নামাজে জানাজা রোববার(০৪ জুলাই) ফজর নামাজের পর চৈতন্যগল্লি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে চৈতন্যগল্লী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য সাবিনা কাদের শনিবার(০৩ জুলাই) রাত আটটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথে রাত ৮টায় মারা যান।
সাবিনা কাদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা রেখে যান।
বাংলাধারা/এফএস/এআর