বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের কিরিচের আঘাতে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা তাঁর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পা নিয়ে যায়। নিহত ইউপি সদস্যের নাম আবুল বশর তালুকদার (৪৫)।
শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল বশর চাপাছড়ি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ছেলে এবং বাহারছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি চাপাছড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য আবুল বশর জড়িত ব্যক্তিদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেন এবং তাদেরকে শাস্তি দেন। এ নিয়ে এলাকায় সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়। শুক্রবার রাতে দরগাহ পুকুরপাড় থেকে চায়ের দোকানে আড্ডা সেরে বাড়ি ফিরছিলেন তিনি। আবদুস সালাম জামে মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো কিরিচ দিয়ে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পা সন্ত্রাসীরা নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শনিবার (২০ মার্চ) সকালে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলের পাশে একটি জমি থেকে তার ডান পা উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে সেটি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘সাবেক ইউপি সদস্য আবুল বশর তালুকদার প্রতিবাদী ছিলেন। কি কারণে এ ঘটনা ঘটেছে বোঝা যাচ্ছে না।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিউল কবির বলেন, ‘খুনের ঘটনায় অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বাংলাধারা/এফএস/এআর