চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সভাপতি মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় কবরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার এসআই ফররুখ আহমেদ মিনহাজ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন বাদলের স্ত্রী সেলিনা খান বাদল। এতে তিনি লেখেন, ‘আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল। আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ি নিয়ে এসে বাদলের পৈত্রিক ভিটায় অবস্থিত কবরের উপরের লাগানো ফুল গাছে এবং কবরে আগুন দিয়ে ভাঙচুর করেছে।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ কি মগের মুল্লুক হয়ে গেলো। জীবিত মানুষদের অকাতরে হত্যা করে শান্তি হচ্ছে না। এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না। এত অন্যায় আল্লাহ সহ্য করবে না। এই বাংলাদেশ আমি অন্তত চাই না। আল্লাহর লানত পড়ুক।’
এ বিষয়ে বাদলের ছোট ভাই কামাল উদ্দিন খান মুকুল বলেন, ‘ঠিক ৪টা থেকে ৪টা ২০ এর মধ্যে একটি খয়েরি কালারের প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল করে আসে দুর্বৃত্তরা। তারা সমাধির বাইরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সমাধির টাইলস ভাঙচুর করে, সমাধির মাঝখানে থাকা ঘাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রণে আনে।’