ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

সাবেক এমপি মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হকের ইন্তেকাল

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সদর সংরক্ষিত আসনের (জাতীয় পার্টির) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ জুলাই) ভোররাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোরশেদ আরা হক সদালাপী ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী ছিলেন।

মঙ্গলবার বাদ আছর কক্সবাজারের বায়তুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে শহরের বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারিক সূত্রে জানিয়েছে, রোববার সকালে কক্সবাজারের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার অবনতি হলে লাইফ সার্পোটে রাখা হয়। তবে শত চেষ্টা করেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের (এমপি)।

মঙ্গলবার এক শোকবার্তায় খোরশেদ আরা হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এছাড়া বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে পৃথক শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

আরও পড়ুন