ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ায় এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। দুদক ইতোমধ্যেই এসকে সুর ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে এবং সংশ্লিষ্ট সব নথিপত্র সরবরাহের নির্দেশ দিয়েছে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর দুদক চিঠি দিয়ে এসকে সুর, তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল। চিঠিতে তাদের সব ব্যাংক হিসাব, ঋণ হিসাব, সঞ্চয়পত্র এবং অন্যান্য সম্পদ সংক্রান্ত নথি সরবরাহ করতে বলা হয়।

পি কে হালদার কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর তার দায়িত্বে থাকাকালীন আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এর ঋণ কেলেঙ্কারিতে সহায়তা করেছিলেন এবং এই ঘটনার মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছিলেন।

এছাড়া, তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে। দুদক এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এসকে সুরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে, তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই মামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দুর্নীতি প্রতিরোধে দুদক সবার জন্য সমানভাবে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন