চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
সরেজমিনে দেখা যায়, দরবেশহাট ডিসি সড়কে প্রতিদিন চলাচল করে অসংখ্য গাড়ি। যাতায়াত করে উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ।
যানবাহন চলাচলের সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে পড়ে নষ্ট হয় পথচারীদের কাপড়-চোপড়। চলাচলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়।
সড়কের উভয় পাশে উঁচু উঁচু ভবন নির্মাণ করলেও তারা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেননি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ডিসি সড়কের উভয় পাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে সড়কে জমে থাকা পানিতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এগুলো দেখার কেউ নেই। সড়কের দুই পাশের পানি বের হওয়ার জন্য ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জাফর আহমদ জানান, ভবন মালিকের বিল্ডিং নির্মাণ করলেও নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য নালার জায়গা রাখেনি। সড়কের পাশে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে ড্রেন নির্মাণ করা হয়েছিল। সেটি নিয়মিত পরিষ্কার না করার কারণে হয়ত জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।