ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

‘সিআরবিতে হাসপাতালের চুক্তি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে’

বাংলাধারা ডেস্ক »

“সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের সংস্থা হিসেবে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ গড়ে উঠেছিল। সে আন্দোলন এখনও চলমান। ব্যাপক জালিয়াতি, মিথ্যাচার ও তথ্য গোপন করে রেলওয়ে কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রুপকে প্রাইভেট হাসপাতাল করার জন্য সিআরবিতে ছয় একর জায়গা লিজ দেওয়ার চুক্তি করেছিল। আমরা সে চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করার দাবি জানিয়েছিলাম। কিন্তু এখনও সে চুক্তি বাতিল করা হয়নি। মাফিয়াতন্ত্রের লুটপাটের এ চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এ আন্দোলন সিআরবিসহ জনগণের সম্পদ মাফিয়াগোষ্ঠীর লুটপাটের হাত থেকে রক্ষা করার সংগ্রাম। আমরা দেখছি, পতেঙ্গা সৈকতও সিডিএ ব্যবসাীগোষ্ঠীর হাতে ইজারা দেওয়ার চক্রান্ত করছে। আন্দোলন জোরদার করেই সিআরবি ও পতেঙ্গা সৈকত রক্ষা করতে হবে।”

বৃহস্পতিবার (২৮ জুলাই) সিআরবি রক্ষা মঞ্চের বর্ষপূর্তির সমাবেশে সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান এ কথা বলেন।

এদিন বিকাল ৫ টায় সিআরবির সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা রাজা মিঞা, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের ডা. শাহ আলম ভুঁইয়া, জাসদ নেতা সোলায়মান খান, গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল সদস্যসচিব আমির আব্বাস তাপু, বাসদ নেতা মহিন উদ্দিন, বাসদ (মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ, গণসংহতি আন্দোলনের নেতা ফরহাদ জামান জনি।

সমাবেশ পরিচালনা করেন রায়হান উদ্দিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ