ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

সিইউজের নতুন নেতৃত্বে রিয়াজ হায়দার ও সবুর শুভ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠিতব্য (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দিনভর জাঁকজমক পূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়।

৪৪২ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১ প্রার্থী।

আরও পড়ুন