বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে আবারো নেতৃত্বের ভার পেয়েছে আকতার-বাচ্চু-বিলু-প্যানেল। নির্বাচনে মোট ২৯টি পদ থেকে ২৬ টিতে জয় পেয়েছে এই প্যানেলের প্রার্থীরা। মাত্র ৩টি পদে জয়ী সন্তুষ্ট থাকতে হলো সায়েদুজ্জামান–সাজ্জাদ–আজিম প্যানেলকে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় ঘোষিত ফলাফলে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একেএম আকতার হোসাইন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ ইমাম বিলু এবং প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন বাচ্চু। এছাড়া এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আরো ২৩ জন।
সায়েদুজ্জামান–সাজ্জাদ–আজিম প্যানেল থেকে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া আরো একজন নির্বাচিত হয়েছেন সদস্য হিসেবে। এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র তিনজন।
চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের দীর্ঘদিন যাবত নির্বাচিত হয়ে আসছে আকতার বাচ্চু বিলু প্যানেল। এর আগেও এই প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম আকতার হোসাইন। দীর্ঘদিন যাবত এই এসোসিয়েশসনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে নির্বাচিত সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুও টানা কয়েক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী কাজী মাহমুদ ইমাম বিলু এর আগে দায়িত্ব পালন করেছেন ১ম যুগ্ম সম্পাদকের।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে টানা ৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে আসছেন একেএম আকতার হোসাইন। টানা পর পর নির্বাচিত হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আকতার হোসাইন ব্যবসা মহলে বেশ পরিচিত এবং সাংগঠনিকভাবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। প্রথম বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া কাজী মাহমুদ বিলু এর আগে টানা ৬ মেয়াদে দায়িত্ব পালন করেছেন ১ম যুগ্ম সম্পাদক হিসেবে। ব্যবসায়ীদের কাছে বেশ পরিচিত হওয়ায় ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে প্রথম বারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসন বাচ্চু।দীর্ঘদিন যাবত জড়িত আওয়ামী লীগের রাজনীতির সাথে।দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির। রাজনীতিতে সক্রিয় আলতাফ হোসেন বাচ্চু টানা ৭ মেয়াদে সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। দীর্ঘ ১ যুগের বেশি সময় ব্যবসায়ীদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাংগঠনিক অভিজ্ঞতার কারণে নির্বাচিত হয়েছেন তিনি।
আকতার বাচ্চু বিলু প্যানেলের সবাই টানা কয়েক মেয়াদে নির্বাচিত হয়ে আসছেন। এই প্যানেলের সবাই ব্যবসা মহলে এবং সংগঠনে বেশ পরিচিত। তারপরও এবার তিনজন প্রার্থী নির্বাচিত হননি এই প্যানেলের।
এর আগে বুধবার ৯ মার্চ (বুধবার) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রথম সহ-সভাপতি পদে মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২য় সহ-সভাপতি পদে নুরুল আবছার, ৩য় সহ-সভাপতি পদে মো. ফারহান-এ-আলম খান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.গোলাম রব্বানী, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. উবায়দুল হক বিজয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সাইফুদ্দীন, কাস্টম বিষয়ক সম্পাদক পদে আশরাফুল হক খান, কাস্টম বিষয়ক প্রথম সহ-সম্পাদক পদে আবদুল মতিন, কাস্টম বিষয়ক ২য় সহ-সম্পাদক পদে মো. সাইফ উদ্দীন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
এছাড়া বন্দর বিষয়ক সম্পাদক পদে মো. লিয়াকত আলী হাওলাদার, বন্দর বিষয়ক ১ম সহ-সম্পাদক পদে আমিনুল হক, ২য় সহ-সম্পাদক পদে মো. হাছান মুরাদ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. ওমর ফারুক, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. জয়নুল আবেদীন রানা , সংস্কৃতি, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে শিহাব চৌধুরী বিপ্লব জয় লাভ করেন।
নির্বাহী সদস্য পদে আবু ছালেহ, মো. মনিরুল ইসলাম, মো. আলাউদ্দীন আল আজাদ, মো. আবুল খায়ের, মো. আবদুল মান্নান, মো. জামাল উদ্দীন, পার্থ প্রতীম বড়ুয়া, মো. নিজাম উদ্দীন মঞ্জু, মো. আবদূর মান্নান পাটোয়ারী, মো. নুরুন্নবী, মো. ফোরকান ও আলিমুল মোস্তফা চৌধুরী জয়লাভ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে মোট ভোটার ছিলো ২ হাজার ৪৮৪ জন। নির্বাচনে ২৯ টি পদে দুটি প্যানেলের ৫৮ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।’
নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইনাম বিলু বাংলাধারাকে বলেন, ‘আমাদের প্যানেল দীর্ঘ ২০ বছর এই এসোয়িয়েশনের জন্য কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন,আমরা ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত ছুটে যাই। তারা আমাদের ভালোবেসে ভোট দিয়েছে।সিএন্ডএফ এজেন্টের কল্যাণে কাজ করে যাবে আমাদের নির্বাচিত প্যানেল।’
তিনি আরও বলেন, ‘যে তিনজন প্রার্থী অন্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তাদের সাথে সমন্বয় করে কাজ করা হবে।’
এদিকে প্রথম বারের মতো নির্বাচিত হওয়া সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু অসুস্থতা থাকায় কথা বলতে না পারলেও ক্ষুদে বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাধারা/এসএএআর