বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ ১১টি পদে রদবদল আনা হয়েছে। সিএমপিতে কর্মরত আটজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও তিনজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।
সোমবার (অক্টোবর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত কমিশনার (পিআর) মির্জা সায়েম মাহমুদ।
সিএমপির দক্ষিণ জোনের আলোচিত এডিসি শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণের এডিসি করা হয়েছে। ডিবি দক্ষিণের এডিসি মির্জা সায়েম মাহমুদকে ডিবি (উত্তর) ও পিআর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি পলাশ কান্তি নাথকে বদলি করা হয়েছে সিএমপির দক্ষিণ জোনে। ডিবি উত্তরের এডিসি আসিফ মহিউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিটে একই পদে দায়িত্ব দেয়া হয়েছে।
ট্রাফিক বন্দরের এডিসি অলক বিশ্বাসকে সিএমপির বন্দর জোন ও সিএমপির স্টেট ডিপার্টমেন্টের এডিসি নাদিরা নুরকে সিএমপির উত্তর জোনে বদলি করা হয়েছে।
এছাড়া সিএমপির উত্তর জোনের এডিসি আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও সিএমপির বন্দর জোনের এডিসি (পিওএম) নুতান চাকমাকে সিএমপির এমটি ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।
এদিকে সিএমপির স্টেট ডিপার্টমেন্টের এসি মো. মমতাজ উদ্দিনকে ট্রাফিক পশ্চিমে বদলি করা হয়েছে। ট্রাফিক পশ্চিমের এসি কীর্তমান চাকমা দায়িত্ব পেয়েছেন সিএমপির বন্দর জোনের এসি পদে। সিএমপির বন্দর জোনের এসি মো. কামরুল হাসানকে স্টেট ডিপার্টমেন্টের এসি পদে বদলি করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ