বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম অঞ্চলের পক্ষ থেকে যাত্রী, চালক এবং পথচারীদের আবারো মাস্ক বিতরন করেছে করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তৃতীয় ধাপে এই কর্মসুচি পালন করা হয়। এসময় চট্টগ্রাম মেট্টো পশ্চিম অঞ্চলের ডেপুটি কমিশনার জয়নুল আবেদিনের নির্দেশনায় নগরীর একে খান ও আকবরশাহ এলাকায় এসব মাস্ক বিতরন করা হয়।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন পুলিশ বক্সের পরিদর্শক এস এম শওকত হোসেন।
তিনি বলেন, করোনার এই ভয়াবহতা থেকে চট্টগ্রাম বাসীকে রক্ষার জন্য চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ শুরু থেকেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নো মাক্স নো পেসেঞ্জার এই স্লোগান কে সামনে রেখে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাস্ক দেওয়ার পাশাপাশি চালক ও যাত্রীদের মাস্ক পরে গাড়িতে উঠার জন্য অনুরোধ যাচ্ছি।
করোনা মোকাবিলায় সিএমপি বরারবই আত্ননিয়োগ করছে।
সি এম পির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ বলেন, করোনার এই ভয়াবহতা পুরোপুরি শেষ না হওয়া পযন্ত ট্রাফিক বিভাগের নো মাস্ক নো প্যাসেঞ্জার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআর