বাংলাধারা প্রতিবেদন »
আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের ২৪ তলা ভবনের শুভ উদ্বোধন করলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম -এর সভাপতি ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় নগরীর গোলপাহাড় মোড় এলাকায় ২৪ তলার এ ভবনের উদ্বোধন করা হয়।
উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, সহ-সভাপতি জনাব মো. ইউসুফ সর্দার, সহ-সভাপতি আলহাজ্ব শামসুল আলম শামীম, সহ-সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আমেনা বেগম, সহ-সভাপতি আলহাজ্ব শামসুল আলম শামীম, সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, সহ-সভাপতি অধ্যাপক মো. এম কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য ও উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, নির্বাহী সদস্য হাজী জাহানারা বেগম (লুনা), নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য অছিউর রহমান, নির্বাহী সদস্য আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), নির্বাহী সদস্য প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ্সহ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান ২৪ তলা ভবন নির্মাণে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান । সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আহসান উল্ল্যাহ্। মোনাজাতে প্রয়াত সদস্য ও বেওয়ারিশ মৃত্যুবরণ কারীদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ