ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা ও দুই পরিচালক নির্বাচন

সিএসই’র পরিচালক হলেন আখতার পারভেজ চৌধুরী

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ২৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সিএসই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিএসই এর পরিচালকবৃন্দ আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২-২০২৩ সালের জন্য ৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন।

সিএসইর দুটি শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডারগণ ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।

ভোটে পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি কে ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলামকে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী।

আরও পড়ুন