বাংলাধারা স্পোর্টস »
ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সেই স্বাধ পূরণ হয়নি। আজ সিরিজ বাঁচানোর লক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে।
নেপিয়ারে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে কথা বলেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে ফিল্ডিংয়ের দিকে জোর দেয়ার কথা বলেছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড এ ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই নিশ্চিত করবে সিরিজের শিরোপা।
উল্লেখ্য, নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তাদের জয় মাত্র এক ম্যাচে, হেরেছে বাকি দুইটিতে। তবে এতে বাংলাদেশের খুশি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাঠে কিউইদের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলনে।
বাংলাধারা/এফএস/এআর