বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলীতে সিসিটিভির ফুজে দেখে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গার্মেন্টস কর্মীর ছিনতাই হওয়া মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
গ্রেফতার দুই ছিনতাইকারী হলো- খোকন প্রকাশ শাহীন (৩৮) ও মো. নাহিদ হোসেন (২৪)।
মঙ্গলবার (১৫ জুন) ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলাধারাকে বলেন, এক গার্মেন্টস কর্মীর মোবাইল ও নগদ অর্থসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইকারীরা নিয়ে যায়। পরে থানা এলাকাসহ আশপাশের থানা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি শনাক্ত করে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই