চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় পার্কটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত মঙ্গলবার রাতে পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মী ও লরি চালক-সহকারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়, যেখানে নিরাপত্তাকর্মী, দর্শনার্থী, গাড়িচালক ও চালকের সহকারীসহ শতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৪ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, নিরাপত্তাজনিত কারণে ডিসি পার্ক তিন দিনের জন্য বন্ধ থাকবে। পার্কের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং মাসব্যাপী ফুল উৎসবে স্থাপিত দোকানগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পুনরায় এ ধরনের ঘটনা এড়াতে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে।