বাংলাধারা প্রতিবেদক»
বিএম ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৬ জনের চোখের অবস্থা গুরুতর।
আজ (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক।
তিনি বলেন, গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। তাদের মধ্যে একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।’
উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুন্ড বিএম ডিপোর অগ্নিকান্ড ও ভয়াবহ বিস্ফোরণে ৪১ জন নিহত হয়। আহত হয় প্রায় চারশতাধিক। ডিপোর আগুন এখনো নেভেনি।