সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেল বাড়বকুণ্ড উপকূলীয় এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড, মুরাদপুর, বাশঁবাড়িয়া উপকূলীয় এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
আশরাফুল আলম জানান, একটি প্রভাবশালী মহল বাড়বকুণ্ড, মুরাদপুর, বাশঁবাড়িয়া উপকূলীয় এলাকায় সন্দ্বীপ চ্যানেল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, এমন সংবাদ পেয়ে স্পীডবোটে করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, এসময় কোটি টাকা মূল্যের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজারটি আফসানা লোড ড্রেজিং প্রকল্প-১ এর মালিকানাধীন ড্রেজার। জব্দ করে সেটি মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহারের জিম্মায় রাখা হয়। অভিযানের খবর পেয়ে ড্রেজার অপারেটর ও অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়।