সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকু্ণ্ড উপজেলায় আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিনগত মধ্যরাতে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের জমাদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খরব দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সাথে সাথে খবর পাই, দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনি। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অনুমানিক ১৫ লাখ টাকার হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
স্হানীয় ইউপি সদস্য জহির উদ্দিন জানান, জমাদার বাড়িতে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। আমিও ঘটনাস্হলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করি। ক্ষতিগ্রহস্তদেরকে সহযোগিতা করা হবে।