চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) সোমবার রাত ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া’র বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া বলেন, আমরা বাড়িতে আলাপ আলোচনা করছিলাম।এসময় কয়েকজন এসে আমাদের লক্ষ্য করে যায়। এরপর তারা এস এম আল মামুন’র মিছিল শেষে ২০/৩০ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।এতে কেউ আহত হয়নি।তবে তারা বিস্ফোরণের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে।