ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম দর্শন শেষে ফিরে যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী

সেখ সালাউদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রসাশনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী কলিযুগের সব চেয়ে প্রধান ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা শান্তিপূর্ণভাবে শনিবার (১৩ মার্চ ) শেষ হয়েছে।

মেলাকে কেন্দ্রকরে পূণ্যার্থীরা পূণ্য লাভের আশায় এখানে প্রতি বছর ছুটে আসেন। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত মেলায় দেশ বিদেশ থেকে তীর্থ দর্শন করতে লাখ লাখ হিন্দু প্রাণ নর-নারীর আগমনে সীতাকুণ্ড মিলন মেলার পরিনত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর ফাল্গুনি চতুর্দশী তিথিতে দেবাধিদেব মহাদেবের(শিব)পূজাকে কেন্দ্র করে এই মেলায় নেপাল, ভারত, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের কর্মকর্তা,সাধু-সন্নাসীসহ ১০-১২ লাখ দর্শনার্থী পদভারে মুখরিত হয় সীতাকুণ্ডের তীর্থভূমি। তবে করোনা ভাইরাসের কারণে ৮/১০ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটি।

এদিকে মেলাকে কেন্দ্র করে যেখানে ভিড় বেশি হয়েছে সেসব স্থানে গণহারে পকেট কাটার ঘটনাও ঘটেছে। পকেটমার ৫ জনকে আটকও করা হয়েছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবিষয়ে চন্দ্রনাথ ধাম মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, প্রসাশনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিন দিনব্যাপী শুরু হওয়া শিব চতুর্দশী মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। তীর্থ যাত্রীরা তীর্থ শেষ করে আবারো তাদের নিজনিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। অত্যাধীক ঘরমে অনেকেই অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মেলায় পুলিশ,আনসার ও সেচ্ছাসেবক টিম সার্বক্ষনিক ভাবে টহল দিয়েছেন। প্রতিবছর শিব চতুর্দশী মেলায় লাখ লাখ ভক্তের সমাগমে সীতাকুণ্ড হয়ে উঠে মুখরিত।

মেলা কমিটির কার্যকরী সভাপতি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, কোনরকম ঝামেলা ছাড়াই শিব চতুর্দশী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর ভাবে মেলা সমাপ্ত হয়েছে। এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক বলেন,মেলায় সার্বিক আইনশৃংখলা রক্ষায় সার্বক্ষনিক ভাবে আড়াই’শ পুলিশ সদস্য নিয়োজিত ছিল।এছাড়াও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মেলা চলাকালীন সময়ে টহল দিয়েছে। সুন্দর ভাবে শিব চতুর্দশী মেলা সম্পন্ন হয়েছে। মেলার শেষ দিন শনিবার রাত পর্যন্ত তীর্থ যাত্রীদের ভীর ছিল প্রচুর।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন