বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টায় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ সদর থানার দৌগাছি গ্রামের মোতালেবের ছেলে মো. মাহবুব (৫০) ও শান্তাহাট থানার বানগাঁও গ্রামের সেলিমের ছেলে হাবীব (২৪)।
জানা গেছে, বুধবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি লরির সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক ও হেলপার নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গাড়ি দুটি পুলিশের জিম্মায় রয়েছে।’
বাংলাধারা/এফএস/এআর