সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড উপজেলা বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট ধর্মপুর এলাকায় ৪টি পান বরজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পান বরজে ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতির হয়েছে বলে দাবী করেন পান চাষীরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান।
এলাকা সূত্রে জানা গেছে, বুধবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ পান বরজে আগুন লেগে যায়। এসময় আগুনের লিলিহান শিখায় মহুর্তে ৪টি পান বরজ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পান চাষী মোঃ ফিরোজ মিয়া জানান, এদিন বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ পান বরজে আগুন লেগে যায়। এতে তার ১৬ শতক জমির পান পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন।
এছাড়া আলাউদ্দিন, আবুল মুনছুর মুন্সি ও নোয়া মিয়াসহ ৪ জনের পান বরজে সর্বমোট ৬৬ শতক জমির পান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ৮ লক্ষটাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
পান চাষী ফিরোজ আরো বলেন, পানের বরজের উপর দিয়ে বৈদ্যুতিক তার ঝুলে ছিল। বাতাসের কারণে পানের সাথে তার লাগা মাত্রই শর্ট সার্কিট হয়ে পানে আগুন ধরে গেলে এঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন বারৈয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুল হুদা চৌধুরী।
তারা জানান, এ ঘটনার সংবাদ শুনেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে ৪টি পান বরজ পুড়ে অনেক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
অপরদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, পান বরজে অগ্নিকাণ্ডের খবর শোনার সাথে সাথে আমরা রওনা দিলে, তার কিছুক্ষন পর জানতে পারি আগুন নিভে গেছে।
বাংলাধারা/এফএস/এআই