ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

সীতাকুণ্ডে বৃদ্ধের কান বিচ্ছিন্নকারী সেই জিসান র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে পাহাড়ি ছড়ার পানি দেওয়াকে কেন্দ্র করে কুপিয়ে কান বিচ্ছিন্ন করার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইব্রাহীম খলিল জিসানকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৮ জুন) রাত ১০ টায় চট্টগ্রাম মহানগরীর আকবরসাহ থানার বিশ্বকলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহীম খলিল জিসান সীতাকুণ্ড পৌরসভার মো. জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৫ মার্চ নাছির এবং আনোয়ার নামক দুই ব্যক্তির একটি বিবাদ মিমাংসা করেন ভুক্তভোগী মো. মুছা মিয়া (৬০)। ওই বৈঠকে উপস্থিত প্রধান আসামি ইব্রাহীম খলিল জিসানের অন্য একটি বিবাদের মিমাংসা না করার কারণে জিসান, রবিউল, আরিফ, আলমগীর এবং অজ্ঞাতনামা আরও ৩/৪জন অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর আতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মুছা মিয়াকে মাথা লক্ষ্য করে ছুরি দিয়ে কোপ দেয়। এতে মুছা মিয়ার বাম কানের মাঝ বরাবর রক্তক্ত হয় এবং ডান কান কেটে চামড়ার সাথে ঝুলে যায়। পরে মুছা মিয়াকে আহত অবস্থায় প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় বিস্ফোরক, নাশকতা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের আরো ৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন