বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের গুলিতে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের ছেলে মো. রানা (২০) ধর্ষণ মামলার আসামি বলে দাবি র্যাবের।
র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান ( র্যাব-৭) এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানান, রানা আচার খাওয়ানোর কথা বলে প্রতিবেশী সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এবিষয়ে গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকেই সে পলাতক ছিলো। রানার অবস্থানের খবর পেয়ে ভোরে আমিরাবাদ এলাকায় র্যাবের একটি দল অভিযানে যায়।
তিনি বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে রানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি