বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডের রয়েল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো. মুশফিকুর আহমেদ (২১)। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। কনস্টেবল আইডি নম্বর: ২৫৪৪।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, ওই পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর