বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডে ১০০জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলমের ব্যাক্তিগত অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও সীতাকুণ্ড উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নুরনবী।এসময় আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন,সীতাকুণ্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে দিদারুল আলম এমপি তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। সীতাকুণ্ডে করোনাকালে লকডাউনে জনপ্রনিতিধিসহ সমাজের স্বচ্ছল লোকেরা এগিয়ে আসলে তাইলে কেউ আর না খেয়ে থাকবেনা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে প্রতিবন্ধী ব্যাক্তিসহ বিভিন্ন পেশার কর্মহীন মানুষদের সহযোগীতার করে যাচ্ছেন।
বাংলাধারা/এফএস/এআই