সীতাকুণ্ড প্রতিনিধি »
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধশতাধিক মহিষ।
সাবেক মেয়র মঞ্জুরুল আরম মঞ্জু বলেন, উপজেলার জোড়ামতল এলাকায় শিপইয়ার্ডে মহিষগুলো রক্ষিত রয়েছে। তবে ইয়ার্ড কর্তৃপক্ষ মহিষগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করতে চায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি মহিষগুলো স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের জিন্মা দেয়া হোক, না হয় আমানত খোয়া যেতে পারে।’ প্রকৃত মহিষের মালিকদের সীতাকুণ্ড থানায় বা ইউএনও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।