ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

সীতাকুণ্ড বিস্ফোরণের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড থেকে বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। বি এম কন্টেইনার ডিপো দুর্ঘটনায় অবহেলার অভিযোগে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য গত ৪ জুন রাত ৯টার দিকে সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ডিপোতে কিছু কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে এবং ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।  

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী।

আরও পড়ুন