১৫ জুলাই ২০২৫

সীতাকুন্ডে কোটি টাকার ইয়াবাসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাইপাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রোববার ( ২৪ নভেম্বর ) বেলা পৌনে দুইটার টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- মোঃ জিসান (২৯) ও মোঃ জুনায়েদ (২০) । জিসান কক্সবাজার জেলার উখিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে। জুনায়েদও কক্সবাজার জেলার উখিয়া থানার শামসুল আলমের ছেলে ।

র্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়,কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বেলা পৌনে দুইটার টার দিকে র্যাব-৭’র একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় খাজা কালুশাহ হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।

এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দুজন কে আটক করে।

পরে আটককৃতদের তল্লাশী করে মাইক্রোবাসের মধ্যে হুট কভারের ভিতরে সু-কৌশলে লুকানো অবস্থায় ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে তাদের কাছ থেকে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত মাইক্রোবাসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ৩৫ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব ৭।

আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব ৭।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন