বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন।
সোমবার (জুলাই ১) রাত সাড়ে নয়টার দিকে পাক্কার মাথা এলাকার বিএসআরএম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুল ইসলাম (৪৫) ছলিমপুর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। ফৌজদারহাট আব্দুল্লাহর ঘাটা এলাকার নূরুল ইসলাম চৌধুরীর ছেলে। দুই সন্তানের জনক সাজ্জাদ নগরীর ইপিজেডে একটি পোষাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় তাঁতিলীগকর্মী আজাদ হোসেন জানান, অফিস শেষে মোটরসাইকেল চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বিএসআরএম কারখানার একটু আগে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, রাতে ছলিমপুরের পাক্কার মাথা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর