বাংলাধারা প্রতিবেদক »
সীতাকুন্ড বিএম ডিপো পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই দুর্ঘটনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী কিনা তা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তবে তদন্ত রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স।
আজ (৬ জুন) সোয়া ৩ টার দিকে বিএম ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আসার আগে কিছু বলা যাচ্ছে না। তবে এ ধরণের ঘটনা আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা। আমাদের আন্তর্জাতিক বাণিজ্যকে প্রশ্নবিদ্ধ করেছে এই দুর্ঘটনা। তদন্তে যে রিপোর্ট আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।