বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে গোলাম আকবর (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
আহত যুবক নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান তিনি। সেখানে মাটিতে পুতে রাখা মাইন বিস্ফোরণের ফলে বাম পায়ের গোড়ালীতে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল প্রেরণ করা হয়।
জানা গেছে, গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।
নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি তদন্ত মো; শাহাজান বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি আশারতলী সীমান্তের ৪৪ ও ৪৫ এর মধ্যবর্তী ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।