বাংলাধারা ডেস্ক »
যশোর শহরের খোলাডাঙ্গার আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সামনে থেকে ১১ হাজারের ভোল্টেজের তার থেকে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান জালাল ফকিরের (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন লাশ উদ্ধার করে। জালাল ফকির যশোর বিদ্যুৎ বিভাগ-১ এর লাইনম্যান এ চাকুরি করতেন। তিনি নেত্রকোনা জেলার হালিম ফকিরের ছেলে।
বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার রবিউল করিম জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে ১১ হাজার ভোল্টেজের তার সংযোগ ঠিক করছিলেন।
লাইনম্যান জালাল ফকির লাইনের সুইচ অফ করার আগেই তিনি তারে হাত দেন। এসময় বিদ্যুতায়িত হন। যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা জালাল ফকিরের ঝুলন্ত দেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে যায়।
জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সূত্র: বাংলাদেশ টুডে
বাংলাধারা/এফএস/এমআর