১২ জুলাই ২০২৫

সুজনের অ্যাকশন শুরু: দুর্নীতির দায়ে বরখাস্ত চসিক ড্রাইভার

বাংলাধারা প্রতিবেদন »

প্রশাসকের দায়িত্ব নেবার দুই দিনের মাথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক ড্রাইভারকে চাকরি থেকে বরখাস্ত করেছেন খোরশেদ আলম সুজন। কর্পোরেশনের গাড়ি থেকে তেল চুরির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চসিক পরিচালিত মেমন হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করে বিক্রির দৃশ্য ধরা পড়ে স্থানীয় বাসিন্দা শরিফের ক্যামেরায়৷ মুহূর্তে সেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে।

এ ঘটনা জানার পরপরই চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে তদন্ত করে অভিযুক্ত চালক কাজল চন্দ্র সেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান সুদীপ বসাক। এ কারণে চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন তিনি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, তেল চুরির সত্যতা পাওয়ায় চালককে আজকেই অব্যাহতি দেওয়া হয়েছে। অনিয়ম-দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন