১৪ নভেম্বর ২০২৫

সুন্নী নেতা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে আনোয়ারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়ক অবরোধ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দীনের হত্যার প্রতিবাদে সোমবার (০৫) মে সকালে উপজেলার চাতরী চৌমুহনী চত্বরে সড়কের দুই পাশ অবরোধ করে সর্বস্তরের সুন্নী জনতা ইসলামী ছাত্রসেনাসহ ও বিভিন্ন ব্যানারে বিক্ষোভ করা হয়।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, গেলো ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। বক্তারা আরও বলেন, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে,প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।

গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

এতে সড়ক অবরোধ করে প্রতিবাদ করার কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। টানা তিন ঘন্টা অবরোধের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এআরই/এমএম/বাংলাধারা

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ