বিনোদন ডেস্ক »
কাদা ছোঁড়াছুড়ি আর মামলা-মোকাদ্দমার পর অবশেষে ভেঙেই গেল সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহর সংসার। সুবাহকে তালাক দিয়েছেন গায়ক ইলিয়াস। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি।
এ বিষয়ে ইলিয়াস জানান, যথানিয়মে সুবাহর বরাবর তালাকের নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে। সুবাহ তার জীবন নিয়ে সে ভালো থাকুক, আমারটা নিয়ে আমি। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। তালাকের বিষয়ে সুবাহর কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।
গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক সপ্তাহ না গড়াতেই তুমুল বিবাদে জড়িয়ে পড়েন তারা। তাদের কলহ হাতাহাতির পর্যায়েও চলে যায়।
এ নিয়ে ইলিয়াসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে ফেসবুক লাইভও করেন সুবাহ।
ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পাল্টা মামলাও দেন ইলিয়াস। গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় সুবাহর বিরুদ্ধে মামলা করেন।
সুবাহর অভিযোগ, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।
মামলা চলাকালীন একে-অপরের নামে কম কাদা ছোঁড়াছুড়ি করেননি তারা। যা নিয়ে খবরও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।