ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সুলতানা নুরজাহান রোজীর দুটি কবিতা

“সমুদ্র বিলাপ”

সুখ সমুদ্রে পাতিয়া
দিলাম মন
অন্তর বিধ্বংসী হয়ে
কাঁদিয়ে উঠে যখন।

আকাশে ভাসিয়ে
দিলাম শান্তির ভেলা,
মরমরে বিরহ বাতাসে
ভেসে আসে তখন!

হৃদয় আঙিনার ফুটে
ফুল হাসনাহেনা,
রজনীগন্ধা,চামেলি
আর বকুল!

অতল গহ্বরে তলিয়ে
গেছে ভালোবাসা,
মনটা যেন তবুও
রয়েছেসুখেরমাঝে
ঠাসা।

দুঃখ ‌গুলো পদ্ম হয়ে
নোনা‌ জলে ভাসা!
কান পেতে রই শুনতে
পাই নি কই?
কান্না আর বিরহের
বিলাপ শোনা যায়
না কানে!

ঐখানেতে পাতিয়া
দিতে হয় হৃদয়
মনের টানে।

শুনিবে তখন সমুদ্র
বিলাপ তুলিবে যখন
করুন সুর !
হদয়ের দরজা,জানালা
খুলে ভাসিয়ে নিবে
দূর বহুদূর!!

“এক হাঁটু জোসনা”

পাহাড় ঘেঁষে বসেছে ‌জোসনা সাগরের
পানে‌‌ চাহিয়া ।
সবুজ ঘাসের বেনী
লুটিয়ে পড়েছে
আড়ালে,পূর্ণিমা
ছাড়িয়া দিলো‌ তরী ,
জোসনা পড়িল‌
বাঁধ ভাঙ্গে সমুদ্রের
উপর ঢলি।
আকাশের ঝলকানিতে গোমড়া করেছে মুখ,
তরীর জন্য কান্দে
জোসনা ভাসিয়ে
দিল বুক।
সূর্যের আলোয়
উদ্ভাসিত দিনে ,
রাতের অন্ধকার
হয়ে রইল ঋণী।
পূর্ণিমার চাঁদ স্নান
সেরেছে বাঁধ ভাঙ্গা জোসনায় ।
কাঁকন, মালা প্রেম
নিবেদন হয়
শব্দের রিনিঝিনি।
শ্যাওলা বাঁধা ঘাট
পুরো খানে ভাসছে,
হাতের মুঠোয় নিয়ে
দেখি উঠোন ভরা চাঁদ,
এক হাঁটু জোসনা তে
মন‌ করছে থৈ থৈ।
অবাক করা-জোসনা
প্রাণ পুরায় হাসছে!!

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন