৮ জুলাই ২০২৫

সৃজিত-মিথিলাকে উপহার পাঠালেন মমতা ব্যানার্জি

বাংলাধারা বিনোদন » 

পূজাকে সামনে রেখে এক বিশেষ উপহার পেলেন সৃজিত মুখার্জি ও মিথিলা দম্পতি। বিশেষ উপহারটি পাঠিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন সৃজিতের অর্ধাঙ্গিনী। সেখানে দেখা যায়, একটি শাড়ি ও পাঞ্জাবি।

করোনার লকডাউনে বাংলাদেশে ছিলেন মিথিলা। পরে ভারত-বাংলাদেশের মধ্যে উড়ান শুরু হলে কলকাতায় শ্বশুরবাড়ি চলে যান তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ে হয়। সেই সুবাদে কলকাতায় এই প্রথম দুর্গাপূজা তার। তাই অভিভাবক হিসেবে উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি এবং রাফিয়াত রাশিদ মিথিলাকে দিয়েছেন নীল টুকটুকে শাড়ি। পূজার উপহারের ছবি টুইট করে ‘দিদি’কে ধন্যবাদ দিয়েছেন মিথিলা।

শোনা গিয়েছে, দুই বাংলার সৌহার্দ্যের প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পুজোর শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে তা পাঠানো হয়েছে। তাতে নাকি শাড়ি, ফুল ও মিষ্টি রয়েছে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ