ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সেনসী এ বি রনি’র কারাতে উচ্চতর ডিগ্রি অর্জন

কারাতে উচ্চতর ডিগ্রি ৬ষ্ঠ ড্যান ও এ গ্রেড কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন করেছেন সেনসী এ বি রনি।
গত ১৫-১৬ নভেম্বর’২০২৪ সমগ্র বাংলাদেশ থেকে কারাতে কোচদের নিয়ে অনুষ্ঠিত হলো কারাতে কোচেস সেমিনার ও গ্রেডিং এক্সাম ২০২৪, বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন ( কিউখাই) চট্টগ্রাম বিভাগের আয়োজনে সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৮০ জন কারাতে কোচ অংশগ্রহণ করে উক্ত কারাতে অনুষ্ঠানে। বাংলাদেশ সোতোকান কারাতে দো- এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু ১ম থেকে ৬ষ্ঠ ড্যান পরীক্ষা নেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্হার জিমনেসিয়ামে। বাংলাদেশ সোতোকান কারাতে – দো এসোসিয়েশন এর কারাতে পরীক্ষায় সেনসী এ বি রনি অংশগ্রহন করে কারাতে উচ্চতর ডিপলোমা ৬ষ্ঠ ড্যান অর্জন করেন এবং উক্ত কোচেস সেমিনারে এ গ্রেডের কোচেস সার্টিফিকেট অর্জন করেন এ বি রনি। গত ১৬ নভেম্বর ২০২৪ রোজ শনিবার কক্সবাজার হোটেল গোল্ডেনহিলের কনফারেন্স রুমে শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু এ কোচেস গ্রেডিং ও ডিপলোমা সার্টিফিকেট প্রদান করেন।

আরও পড়ুন